মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ চট্টগ্রামের এক ব্যক্তির কলের ভিত্তিতে দশ বছরের শিশু মনিকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা সূত্রে জানানো হয়, মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:১০ ঘটিকায় চট্টগ্রামের রামেল হাওলাদার নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান তার বোন মনি প্রায় এক মাস পূর্বে নিখোঁজ হয়। তাকে শাহজাহানপুর থানা এলাকায় আটক করে রাখা হয়েছে কিন্তু তিনি কোন ঠিকানা বলতে পারেন না। তবে তিনি একটি মোবাইল নাম্বার দেন, যে নাম্বার থেকে তার সাথে কথা হয়েছে। পুলিশ সেই নাম্বারে কথা বলে তথ্য প্রযুক্তির মাধ্যমে মনির অবস্থান জানতে পারে। পরবর্তী সময়ে ৯৯৯ এ ফোন দেওয়া ভিকটিমের সৎভাই রামেল হাওলাদার ও আপন মামা রাশেদ উদ্দিন (২৮) থানায় আসলে তাদের উপস্থিতিতে দীপ শিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পরিচালক মোছা: জেবুন নেছা ডলি এর বাসা থেকে দশ বছরের শিশু মনিকে উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।
মোছা: জেবুন নেছা ডলিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানানো হয়, প্রায় দেড় মাস আগে ঝর্ণা নামের এক মহিলা মনি নামের শিশুটিকে তার বাসায় কাজের জন্য রেখে যায়। মনিকে তার নানী ফাতেমা খাতুন ও মামা মোঃ রাশেদ উদ্দিন নোয়াখালীর হাতিয়া থেকে ঝর্ণা নামের এক মহিলার মাধ্যমে ঢাকায় কাজের জন্য পাঠায়। তাকে কোন মারধর ও আটক করে রাখা হয়নি বলে মনি জানায়। শিশুকে কাজের জন্য রাখায় মোছা: জেবুন নেছা ডলি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোন শিশুকে শ্রমসাধ্য কাজে নিয়োজিত করবে না মর্মে অঙ্গীকার করেন।
এ ব্যাপারে ৯৯৯-এ কল করা রামেল হাওলাদার ও আপন মামা রাশেদ উদ্দিনের কোন অভিযোগ না থাকায় শিশু মনিকে তাদের জিম্মায় প্রদান করা হয়।