নভেল করোনাভাইরাসে কারণে দৈনিক রোজগার প্রায় বন্ধ হতে যাওয়া কয়েকজন নিন্ম আয়ের মানুষকে চাল, ডাল, আলু, তেল, সাবান ও পেঁয়াজ দিয়ে সহযোগিতা করলেন কয়েকজন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি, হাজারীবাগ ও রাসেল স্কয়ার এলাকায় এ খাবারগুলো বিতরণ করা হয়।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হেল কাফি বলেন, কয়েকজন এসআই বেতনের টাকা থেকে এসব খাদ্যপণ্য ক্রয় করে বিতরণ করেছেন।
১১০টি প্যাকেটে ছিল তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও একটি সাবান।
শতাধিক পরিবারের সদস্যদের এই সব খাবার দেওয়া হয় জানিয় তিনি বলেন, সবকিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সমাজের বিত্তবানদের এসব নিম্ন আয়ের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নভেল করোনাভাইসের এই পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ পুরো বিশ্বে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি আর বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪৮ জন; মারা গেছেন ৫ জন। আর সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ১১ জন।
সরকার দেশবাসী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল থেকে ঘরে থাকার আহ্বান জানান। এতে নিম্ন আয়ের এবং যারা দিন মুজুরী করে দিনযাপন করেন সেসব মানুষ বিপাকে পড়ে যান।