ডিএমপি নিউজঃ রাজধানীর স্বামীবাগের সিটি ট্রেড সেন্টারের সামনে থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আল আমিন।
মঙ্গলবার (১৮ মে ২০২২) বিকাল ০৫:০০ টায় স্বামীবাগের সিটি ট্রেড সেন্টারের সামনে থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিএমপির নারিন্দা পুলিশ ফাঁড়ি।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ আল মামুন ডিএমপি নিউজকে জানান, নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই বিপ্লব চক্রবর্তী স্বামীবাগ এলাকায় নিয়মিত দায়িত্বপালনকালী সংবাদ পান যে, সিটি ট্রেড সেন্টারের সামনে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ আজাহার এর নেতৃত্বে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযানে যায় পুলিশ দলটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মোঃ আল আমিনকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।