রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহাগ মিয়া (২৬)।
শুক্রবার (২২ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৯:৪০ ঘটিকায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পূর্ব পাশে কতিপয় ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ সোহাগ নামে একজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিক্রয়ের উদ্দেশে এসব গাঁজা তার হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।