ডিএমপি নিউজঃ তুরাগ থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোলিটন পুলিশ (ডিএমপি)‘র তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আমান হোসেন, মোঃ তানভীর আহম্মেদ নয়ন ও মোঃ শাহীন।
আজ রবিবার (২৭ নভেম্বর ২০২২) বেলা ১২:৪৫ ঘটিকায় তুরাগের কামারপাড়া এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গাঁজা উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার ডিএমপি নিউজকে জানান কয়েকজন মাদক কারবারি তুরাগ থানার কামারপাড়া ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা সংলগ্ন আলম চানের ট্রাক স্ট্যান্ডের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১২ কেজি গাঁজাসহ আমান, তানভীর ও শাহীনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।