ডিএমপি নিউজঃ রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মেহেদী হাসান ওরফে পাপ্পু ও মোঃ সুজন হাওলাদার।
রবিবার (২৭ মার্চ ২০২২) সন্ধ্যা ৭:৩৫ টায় হাজারীবাগ থানার রায়ের বাজার হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান ডিএমপি নিউজকে জানান, হাজারীবাগ থানার রায়ের বাজার হাইস্কুলের সামনে দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মেহেদী ও সুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।