ডিএমপি নিউজঃ রাজধানীর শনির আখড়া এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ফয়সাল শেখ।
সোমবার (১৩ জুন ২০২২) রাত ১০:৩৫ টায় শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি শনির আখড়া এলাকার কলিকাতা হারবাল দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ ফয়সালকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত ফয়সাল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।