ডিএমপি নিউজঃ গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে রাতভর ইসরাইলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয়েছে। সীমান্তের চতুর্দিকে ক্রমাগত অগ্নি বেলুন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী এ কথা জানায়।
গাজার নিরাপত্তা কর্মকর্তাগণ জানান, আল-মাগাজি এবং আল-বুরেইজ শরণার্থী শিবিরের নিকটবর্তী অংশে হামাসের পর্যবেক্ষণ পোস্ট ও দক্ষিণে খান ইউনিস শহওে গোল বর্ষণ করা হয়। তবে এতে করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছে।
মিশরীয় নিরাপত্তা বাহিনী এই উত্তেজনা নিরসনের চেষ্টা চালিয়ে গেলেও সীমান্তে সহিংসতা অব্যাহত রয়েছে। দু সপ্তাহ ধরে গাজা থেকে রকেট ও আগুনের বেলুন নিক্ষেপ এবং প্রায় প্রতি রাতেই ইসরাইলি হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
এক সামরিক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা থেকে ইসরাইলে বিস্ফোরক ও অগ্নি বেলুন হামলা চালানোহয়। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলি ট্যাঙ্কগুলি গাজা উপত্যকায় হামাসের সামরিক চৌকিগুলি লক্ষ্য করে হামলা চালায়। সূত্রঃ বাসস