ডিএমপি নিউজ : ঢাকার গাবতলীতে ৩০০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো স্বপন ওরফে রতন বর্মন ও মোঃ আনোয়ার হোসেন।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার, পিপিএম ডিএমপি নিউজকে জানান, গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আবু জাফর তালুকদার ফাঁড়ি এলাকায় দায়িত্ব পালনকালে তথ্য পান, টার্মিনালের এসবি লিংক বাস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকাল চারটায় সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ স্বপন ওরফে রতন বর্মনকে গ্রেফতার করেন।
অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার আরো বলেন, অপর অভিযানে থানার এসআই মোঃ জুয়েল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ডিউটির সময়ে গাবতলীর আইএফসি ব্যাংকের সামনের রাস্তায় রাত ১১:৩০টায় মোঃ আনোয়ার হোসেন নামের একজনকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে দারুস সালাম থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।