দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুল হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ মে) রাতে মধ্য গায়ানার মাহিদা শহরের একটি স্কুল হোস্টেলে আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলো।
ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন মেয়ে ভেতরে আটকা পড়ে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এগুলোতে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি ও অ্যাম্বুলেন্স দেখা গেছে। ব্যক্তিগত ও সামরিক বিমান মাহদিয়া অভিযান পরিচালনার জন্য মাহদিয়া পৌঁছেছে।
নিউজ আউটলেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাত শিশুকে চিকিৎসার জন্য কাউন্টির রাজধানী জর্জটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ দুর্ঘটনাকে বড় বিপর্যয় উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা এবং বেদনাদায়ক। এ দুর্ঘটনার পর বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীদের কয়েকটি দলকে জরুরি সেবার জন্য নিয়োজিত করা হয়েছে। সেই সঙ্গে আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে জর্জটাউনের দুটি প্রধান হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।
দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ভেনেজুয়েলা এবং সুরিনামের মধ্যে অবস্থিত গায়ানার জনসংখ্যা ৮ লাখ। এটি একটি ছোট ইংরেজি-ভাষী দেশ। যা এক সময় ডাচ এবং ব্রিটিশ উপনিবেশ ছিলো। সূত্র: ইত্তেফাক