মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গাড়ির হুডের নীচ থেকে উদ্ধার হয় এক বিশালাকার অজগর ৷ গাড়ির ইঞ্জিনের মধ্যে সাপটি আশ্রয় নিয়েছিল ৷ ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয় পুরো বিষয়টি ৷
ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ বাহিনী ৷ তবে, তাঁদের মিলিত প্রচেষ্টাতেও সমস্যার সুরাহা হয়নি ৷ অবশেষে, পরিস্থিতি সামলাতে ডাকা হয় সাপুড়েকে ৷
স্থানীয় রিপোর্টের তথ্য অনুসারে, চারফুটের এই অজগরটি উদ্ধার করেছে এক সাপ উদ্ধারকারী ৷ পরে জানা যায় অজগরটি একজনের পোষ্য ৷ যেটি তার মালিকের কাছে থেকে পালিয়ে যায় ৷
গাড়িতে সাপ উদ্ধারের ঘটনা এই প্রথম নয় ৷ চলতি বছরেই (জুনে) ভার্জিনিয়াতে এক মহিলা গাড়ি চালানোর সময় গাড়ির এয়ার ভেন্ট থেকে একটি সাপকে বেরিয়ে আসতে দেখেন ৷