সরকারি হোক বা ব্যক্তিগত অনেক সময় আমরা গাড়ির যাবতীয় দায়-দায়িত্ব ড্রাইভারের উপর দিয়ে নিশ্চিন্ত থাকি। যা মোটেও উচিত নয়। ড্রাইভার গাড়ির তত্ত্বাবধানে থাকবে তা যেমন সত্য তেমনি একথাও সত্য যে গাড়ির মালিকের উচিত তার ড্রাইভার যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা বা কোন আইন ভঙ্গ করছে কিনা সেদিকে নজর রাখা। ড্রাইভারের প্রতি অতি নির্ভরতা ডেকে আনতে পারে বড় বিপত্তি। তাই গাড়ির মালিকরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়ে নিন ডিএমপি নিউজের স্পেশাল টিপসঃ
- ড্রাইভার নিয়োগ দেয়ার আগে তার দক্ষতা, বৈধ লাইসেন্স ও ঠিকানা যাচাই করে নিন। ড্রাইভারের জাতীয় পরিচয়পত্র , ছবির কপি ও ফোন নম্বর নিজের সংগ্রহে রাখুন।
- গাড়ির মেকানিক্যাল বিষয় ও ট্রাফিক আইন সম্পর্কে সে কতটুকু সচেতন তা যাচাই করে নিন। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন।
- নিশ্চিত করতে হবে ড্রাইভাররা যাতে কোন অবস্থাতেই অসুস্থ বা মাতাল অবস্থায় গাড়ি না চালায় ।
- ড্রাইভারের পর্যাপ্ত বিশ্রাম এর বিষয়টি গুরত্ব দিন।
- যখন লং রুটের জার্নি হবে তখন বাস/মাইক্রোবাস/ট্রাক/কাভার্ড ভ্যান এ সম্ভব হলে দুজন চালক এর ব্যবস্থা রাখুন। পথে মাঝে মাঝে বিরতি নিন।
- গাড়ির হালনাগাদ কাগজপত্র গাড়িতে সংরক্ষণ করুন।
- গাড়িতে হাইড্রোলিক হর্ণ, হুটার, বিকন লাইট সংযোজন/ব্যবহার (অনুমতি ছাড়া) করা থেকে বিরত থাকুন।
- গাড়ির কাঁচে কৃত্রিম আবরণ (টিনটেড পেপার) লাগাবেন না।
- আপনার অগোচরে ড্রাইভারের সহায়তায় গাড়িটি কোন অপকর্মে ব্যবহার হচ্ছে কিনা নজর রাখুন।
সব সময় মনে রাখবেন গাড়ি আপনার, দায় দায়িত্বও আপনার। সচতন হোন। বিপত্তি এড়িয়ে চলুন।