ব্যবসায়ী নারী গিনা মিলারকে এসিড হামলার হুমকি দেয়া হয়েছে। এ জন্য তিনি জীবন শঙ্কায় ভুগছেন। বৃটিশ সরকারের বিরুদ্ধে ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আইনি লড়াইয়ে বিজয়ী গিনা মিলারকে বার বার এসিড হামলার হুমকি দেয়া হচ্ছে।
ফলে তিনি বলেছেন, এত বেশি হুমকি এলে তিনি বৃটেন ছেড়ে চলে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ইভিনিং স্ট্যান্ডার্ড।
কয়েক সপ্তাহ আগে সামাজিক মিডিয়ায় গিনা মিলারকে নিয়ে বর্ণবাদী বিদ্বেষ ছড়ায় ভিসকাউন্ট রোড্রি ফিলিপস। এ জন্য তাকে ১২ সপ্তাহের জেল দেয়া হয়েছে। এরপর আবার কথা বলেছেন, গিনা মিলার। তিনি ভারডিক্ট নামের একটি ম্যাগাজিনকে বলেছেন, মাসে পর মাস আমার মুখে এসিড ছুড়ে দেয়ার হুমকি পাচ্ছি তো পাচ্ছিই।
রাস্তায় যখন দেখি কেউ একজন পানির বোতল বা অন্য কিছু হাতে করে আমার দিকে আসছে তখন আমি বিহ্বল হয়ে যাই। তিনি আরো বলেছেন, তার বাসায় ২৪ ঘন্টার জন্য নিরাপত্তা ব্যবস্থা বসিয়েছেন। ভাড়া করেছেন নিরাপত্তা প্রহরী।
সপ্তাহের ছুটির দিন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান বাসায়। কারণ, তিনি বাসা থেকে বের হতে ভয় পান। তার ভাষায়, এভাবে চলতে থাকলে আমি বৃটেন ছেড়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে চিন্তা করবো। আর যদি সেটাই করতে হয় তাহলে তাতে আমার হৃদয় ভেঙে যাবে। কারণ, আমি বৃটেনকে ভালবাসি। এ দেশের জন্য আমি লড়াই করি। করে যাবো।