অ্যানড্রয়েড প্লে স্টোরে রয়েছে হাজার রকমের অ্যাপ। এর মধ্যে রয়েছে জিমেল বা ইউটিউবের মতো গুগুলের অ্যাপও। কিন্তু প্লে স্টোরেই গুগুলের এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলির সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। আসুন জেনে নেওয়া যাক গুগুলের এমনই কিছু অ্যাপের খুঁটিনাটি।
ওয়ালপেপার্স: অ্যানড্রয়েডের অন্যতম আকর্ষণ হল ওয়ালপেপার আর লঞ্চার সেট করার ক্ষমতা যা এই অ্যাপের মাধ্যমে হয়। এই অ্যাপে রয়েছে অসংখ্য উচ্চ মানের ওয়ালপেপার। এ ছাড়াও রোজ ওয়ালপেপার শাফল করা বা পাল্টানো যায় এই অ্যাপের মাধ্যমে।
গুগল ফিট: এই অ্যাপ আপনার সব গতিববিধি ট্র্যাক করতে সক্ষম। এই অ্যাপের সাহায্যে দেখে নিতে পারবেন আপনি কতটা হেঁটেছেন বা কতটা সাইকেল চালিয়েছেন।
গুগল ট্রিপস: আপনার ঘুরতে যাওয়ার সব তথ্য এই অ্যাপের সাহায্যে সেভ করে রাখা যাবে অফলাইনেও। এ ছাড়াও এই অ্যাপ আপনাকে সাজেস্ট করবে আপনার আর কোথায় ঘুরতে যাওয়া উচিত।
ফোটোস্ক্যান: এই অ্যাপের সাহায্যে ছবির প্রিন্ট থেকে ডিজিটাল কপি, সবই করা যায়। এ ছাড়াও নিজের মতো ছবি এডিট করতে পারবেন এই ফোটোস্ক্যানের মাধ্যমে।
ফাইল্স গো: এটি একটি ‘ফাইল ম্যানেজার’ জাতীয় অ্যাপ। এই অ্যাপ ফোনের মেমোরি ক্লিন করতে সাহায্য করে।
ডেট্যালি: এই অ্যাপের সাহায্যে আপনি আপনার ফোনের ডেটা ইউসেজ মনিটর করতে পারবেন।
গুগল কিপ: এটি একটি মেমো অ্যাপ। এক অ্যাপের সাহায্যে আপনি সেভ করতে পারবেন আপনার কোনও জরুরি সংক্ষিপ্ত নোট, রিমাইন্ডার বা লিস্ট।