হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তাকে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর জিনিউজের।
স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট হতে শুরু করে নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে আইসিইউ-তে ভর্তি করা হয় নুসরাতকে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধের ওভারডোজের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।