গুলশানের বাড্ডা ও বালুরমাঠ এলাকা থেকে প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক মোল্ল্যা ও মোঃ শফিক।
গুলশান থানা সূত্রে জানানো হয় ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ এক ভদ্রমহিলা থানায় অভিযোগ করেন যে, তিনি তার বাসা খিলক্ষেতের লেক সিটি কনকর্ড হতে কর্মস্থল ওয়েস্টিন হোটেলে যাচ্ছিলেন। পথে অনুমান ০৬.৪০ টায় গুলশান-২, রোড-৪৫ এর এক্রোপলিস নির্মানাধীন ভবনের সামনে পৌঁছামাত্র একটি সাদা রংয়ের প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক গাড়ির ডান পার্শ্বের গ্লাস খুলে হঠাৎ হাত বের করে তার বাম হাতে থাকা লাল রংয়ের ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে দ্রুত গতিতে ৩৫ নং রোড এর পূর্ব দিকে চলে যায়। ব্যাগের মধ্যে ১টি Huawai মোবাইল, নগদ টাকা, এনআইডি কার্ড, অফিস আইডি কার্ডসহ কিছু ব্যক্তিগত মালামাল ছিল।
এ সংক্রান্তে ওই দিন গুলশান থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ মশিউর রহমান বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ২৫ সেপ্টেম্বর, ২০১৯ বেলা ০৩:২০ টায় বাড্ডা এলাকা থেকে ফারুককে এবং তার দেয়া তথ্যমতে বেলা ০৫:১০ টায় বালুরমাঠ এলাকা থেকে শফিককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদের হেফাজত হতে ছিনতাই হওয়া Huawai মোবাইল ফোন এবং ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত শফিকের বিরুদ্ধে ডিএমপি’র একাধিক থানায় মামলা রয়েছে।