রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মাহবুব হোসেন (৩২)।
সোমবার (৩ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার রাতে গোলাপ শাহ মাজার, গুলিস্তান ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং অপরাধসমূহ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো সিটিটিসি’র স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিম। রাত আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে গুলিস্থান গোলাপ শাহ মাজারের সামনে ছিনতাইয়ের চেষ্টা করছিলো এক ছিনতাইকারী। আশেপাশের মানুষের চিৎকার শুনে এগিয়ে যায় সিটিটিসির টিম। এ সময় জনসাধারণের সহযোগিতায় পেশাদার ছিনতাইকারী মাহবুবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহবুব পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলরত লোকজনের নিকট হতে গলার চেইন, মোবাইল, ব্যাগ ইত্যাদি ছিনতাই করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।