গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ন্যাশনাল ফরেনসিক সায়েন্স এজেন্সি জানায়, রোববারের অগ্ন্যুৎপাতে প্রাণ হারানো ১০৯ জনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এরআগে মৃতের সংখ্যা ছিল ৯৯ জন।
সংস্থা জানায়, দুর্যোগ কবলিত এলাকার কাছে সাময়িকভাবে স্থাপিত একটি মর্গে সর্বশেষ সাতজনের লাশ রাখা হয়েছে। অপর তিনজনের লাশ রাজধানীর কেন্দ্রীয় মর্গে পাঠানো হয়েছে।
তিন দিন ধরে টানা উদ্ধারকার্য চলিয়ে যাচ্ছে গুয়েতমালার প্রশাসন। এতে অনেক লোক আহত এবং ১২ হাজারের বেশী লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পুরু ছাইয়ে ঢেকে গিয়েছে আগ্নেয়গিরি সংলগ্ন গোটা এলাকা। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিষাক্ত ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। ফুয়েগো আগ্নেয়গিরির ২১ মাইল দূরে রাজধানী গুয়েতমালা সিটি। সেখানেও তার প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।
গুয়েতমালার এই বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। সেখানে পৌঁছিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মেডিক্যাল টিম। বেশ কিছু অসুস্থ শিশুকে টেক্সাস হাসপাতালে নিয়ে আসা হবে বলে সূত্রের খবর। ৬ জনকে মেক্সিকোয় নিয়ে যাবে বলে জানা গিয়েছে।
১৯৭৪ সালের পর এদিনই এমন বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটায় আগ্নেয়গিরিটি। উল্লেখ্য, ফুয়েগো আগ্নেয়গিরি এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সক্রিয় হয়ে ওঠে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০২ সাল থেকে নিয়মিতভাবে জেগে ওঠে এই আগ্নেয়গিরি।