ডিএমপি নিউজ: গেন্ডারিয়ার নারিন্দা হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর নিহত ফজলুর রহমান ফজু(৪০) এর হত্যাকারীকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সোহেল (৪০)।
গেন্ডারিয়া থানা সূত্রে জানানো হয়, নিহত হওয়া ফজলুর রহমান ও হত্যাকারী সোহেল ফজলুর রহমানের ভাই মোঃ মজিবুর রহমান এর দোকানে কাজ করত। এবং তাদের মধ্যে প্রায়ই তুচ্ছ বিষয়ে বাক বিতন্ডা হতো। ঘটনার দিন অর্থাৎ ২০ মার্চ, ২০১৮ বেলা অনুমান দেড়টার দিকে ফজলুর রহমানকে বাসা ডেকে নিয়ে আসে সোহেল। তারপর নারিন্দা হাই স্কুলের সামনে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সোহেল ফজলুরের বাম কপালের নিচে সজোরে ঘুষি মারে। তার কপালের নিচ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে।
আশে-পাশের লোকজন প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।