ডিএমপি নিউজ: রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম ওসমান গনি সুজন। তার বাড়ি কুমিল্লার বেগমগঞ্জ থানার পূর্ব হাজীপুর ভেইয়া বাড়ি গ্রামে।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু সাঈদ আল মামুন ডিএমপি নিউজকে জানান, বুধবার রাত ৭:৩০ টায় স্বামীবাগের রায়সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আবু সাঈদ আল মামুনের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।