ডিএমপি নিউজঃ রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতদের নাম- হেলাল উদ্দিন (২০), মাহবুব আলম (২৩) ও মোঃ শাহজাহান (১৯)। গ্রেফতারের পর তাদের হেফাজত হতে ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
১৬ সেপ্টেম্বর’১৯ বিকাল ৫টা ১৫ মিনিটে গেন্ডারিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের গুলশান জোনাল টিম।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা খালি পিকআপ যোগে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে।