অবশেষে ১৮ ম্যাচ পর এসে গোল শূন্য ড্র করে জয়রথ থামলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির জয়রথ। সেটিও কিনা আবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। যে দলটি রেলিগেশন সারির ঠিক উপরেই অবস্থান করছে। অতিথি হয়ে খেলতে যাওয়া ম্যানসিটির সঙ্গে ক্রিস্টালের ম্যাচটি রবিবার রাতে গোলশূন্য ড্র হয়েছে। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড আছে জার্মান বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের। এই ম্যাচ জিতলেই সেই রেকর্ড স্পর্শ করতে পারতো পেপ গার্দিওলার শিষ্যরা। কিন্তু তা আর হলো না, নিচের সারির এই দল ক্রিস্টালের কাছে পয়েন্ট খোয়াতে হলো সিটিকে।
অবশ্য ম্যানসিটি লিগে এখনো পর্যন্ত অপরাজিত আছে। সেই তকমাটাও প্রায় হারাতে বসেছিল। যোগ করা সময়ে লুকা মিলোসেভিচের স্পটকিক থামিয়ে দলকে সেই হারের হাত থেকে বাঁচান এদেরসন। নির্ধারিত সময়ে দু’দলেরই গোলের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তৃতীয় মিনিটে সিটির বের্নোর্দো সিলভার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দশম মিনিটে ক্রিস্টালের গোলের চেষ্টা একদফায় ব্যর্থ হয়। সিটির গোলরক্ষক এদেরসন এগিয়ে গেলে বেনটেক গোলমুখে শট নেন। তবে সেই শট ফিরিয়ে দেন মানগালা।
খেলার ২৯ মিনিটে বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরোর শট লাগে গোলপোস্টে। তবে শেষ বেলায় প্রায় গোল খেয়েই বসেছিল সিটি। ৯০ মিনিটে ডি-বক্সে উইলফ্রেড জাহাকে স্টার্লিং ফাউল করলে পেনাল্টি পায় ক্রিস্টাল প্যালেস। পেনাল্টিতে মিলোসেভির নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।
২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড।