ডিএমপি নিউজ: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাসেল, এসএম মোর্শেদ, মোঃ আল-মামুন ও মোহাম্মদ নাসির উদ্দিন। এসময় তাদের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৪:৪৫ টায় দারুস সালাম থানার কোর্টবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী দারুস সালাম থানার কোর্টবাড়ি এলাকায় হানিফ পরিবহন কাউন্টারের সামনে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং উত্তরা জোনাল টিম এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।