ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোরশেদ (১৯), মোঃ গোলাম রাব্বানী বসু (২৪) ও মোঃ হোসেন খান (৩০)। এসময় তাদের হেফাজত থেকে ৩৮০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে, ২০২১ (সোমবার) দুপুর ১:১০ টায় যাত্রাবাড়ী থানার দক্ষিন কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।