মাঠে ঠাণ্ডা লড়াই চলছিল ব্রাজিল আর সার্বিয়ার মধ্যে। জিতলে অথবা ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে তিতের শিষ্যরা। তবে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়েই নক-আউটে গেল নেইমাররা। একই সময় গ্যালারিতে মারামারিতে ব্যস্ত ছিল দুই দলের সমর্থকেরা। এই সংঘর্ষ গড়ায় রক্তারক্তিতে। যা থামাতে ছুটে আসতে হয়েছিল পুলিশকে।
বুধবার মস্কোতে ব্রাজিল-সার্বিয়ার ফুটবল যুদ্ধ উপভোগ করেছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে ম্যাচ চলাকালীন গ্যালারিতে সমর্থকদের আচরণ লজ্জায় ফেলেছে দল দুটিকে। ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। নেইমার-কুতিনহোদের মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়ে সার্বিয়ান রক্ষণে। একই সঙ্গে গ্যালারিতে কয়েকজন সার্বিয়ান সমর্থককে আক্রমণ করে বসেন ব্রাজিলের সমর্থকরা। পাল্টা দিতে ছাড়েননি সার্বিয়ানরাও। মারামারির কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এক সার্বিয়ান নারী সমর্থক ব্রাজিল সমর্থকদের হাতে মার খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্যালারিতে উপস্থিত নিরাপত্তারক্ষীরা এসে ওই সার্বিয়ান নারীকে উদ্ধার করেন। এই ঘটনায় এখন পর্যন্ত দুই দলের ৯ জন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের শাস্তি ঠিক করবে দেশটির আদালত।
আর এদিকে বড় জরিমানার মুখে পড়তে পারে ব্রাজিল দল। এর আগে ক্রোয়েশিয়ার ম্যাচের দিন বিপক্ষ দলের সমর্থকদের পিটিয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা। এতে ১ লাখ ৫ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে মেসি-আগুয়েরোদের।