এ বছর সর্বোচ্চ করদাতার কর কার্ড পেয়েছে গ্রামীণফোন। পর পর দুই বছর টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে কর কার্ড পেল গ্রামীণফোন।
বাসস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি এবং সিএফও কার্ল এরিখ ব্রোতেনের নামে কর কার্ড ইস্যু করেছে। ২০১৬-২০১৭ অর্থবছরে টেলিকম খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে প্রতিষ্ঠানটি একটি ক্রেস্ট পেয়েছে।
গ্রামীণফোন দেশের সর্বোচ্চ করদাতা এবং একটি বড় ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ তৃতীয় প্রান্তিক পর্যন্ত এ প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে মোট ৫৭,০০০ কোটি টাকা প্রদান করেছে। এর মধ্যে আছে এনবিআরকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে প্রদত্ত ৩৮,৩০০ কোটি টাকা, উইথহোল্ডিং ট্যাক্স হিসেবে দেয়া ৫৬০০ কোটি টাকা এবং বিটিআরসিকে দেয়া ১৩,১০০ কোটি টাকা।