গ্রিনলাইন পরিবহণের ঢাকা-কলকাতা যাত্রীবাহী বাস সরাসরি চলাচল শুরু হয়েছে।
সোমবার দুপুর ১২টার সময় ভারতীয় গ্রিনলাইন পরিবহণের দুটি বাস হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। ভারতীয় শ্যামলী সৌহার্দ্য পরিবহণের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন চুক্তি হয়েছে গ্রিনলাইন পরিবহণের সঙ্গে। এখন থেকে গ্রিনলাইন পরিবহণের বাস ঢাকা-কলকাতা চলাচল করবে।
ভারতীয় গ্রিনলাইন পরিবহণের ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় দত্ত ও তার সহযোগী পার্টনার আলী হোসেন বাস দুটিতে ২২ জনের প্রতিনিধি দল নিয়ে কলকাতা থেকে শোভাযাত্রা শুরু করেন। বেনাপোল চেকপোস্টে বাস দুটি দুপুর ১২টার সময় প্রবেশ করলে বাংলাদেশ গ্রিনলাইন পরিবহণের ম্যানেজিং ডাইরেক্টর আলাউদ্দিন, বেনাপোল বাজার গ্রিনলাইন পরিবহণের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ ও চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার জসিম উদ্দিনের নেতৃত্বে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
নতুন এ বাস দুটিতে কলকাতা থেকে ঢাকার ভাড়া ধার্য করা হয়েছে ভারতীয় ১৪০০ রূপি এবং ঢাকা থেকে কলকাতার ভাড়া ধার্য করা হয়েছে ১৭০০ টাকা।
ভারতের করুণাময় সল্টলেক থেকে সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার বাস ছেড়ে আসবে। আর ঢাকার কমলাপুর থেকে শনি, মঙ্গলবার ও বৃহস্পতিবার ছেড়ে যাবে।