স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে ৩টি নতুন গ্রীড সাবস্টেশন নির্মাণ ও ৫টি গ্রীড সাবস্টেশন সম্প্রসারণের লক্ষ্যে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। আগামী দুই বছরের মধ্যে এসব কাজ শেষ হবে। গতকাল রোববার রাজধানীর রমনায় পিজিসিবি’র প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাক এর পক্ষে মহাব্যবস্থাপক এস এম আমিনুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বেরুনী, নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী এবং এনার্জিপ্যাক এর প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলম সহ উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষে সংলগ্ন জেলা ও উপজেলাসমূহে বিদ্যুতের বাল্ক সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একইসঙ্গে স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হবে। নতুন নির্মিতব্য সাবস্টেশনগুলো হচ্ছে- রাজশাহী ২৩০/১৩২ কেভি সাবস্টেশন, পাবনার ভাঙ্গুরা ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ও রংপুরের মিঠাপুকুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন। এছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, মাদারীপুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, মংলা ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ও বাগেরহাট ১৩২/৩৩ কেভি সাবস্টেশনে বে-সম্প্রসারণের কাজ করা হবে। চুক্তি অনুযায়ি, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করতে হবে। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ১৫৯ কোটি টাকা।