
ঘটনার পর থেকে প্রায় ০২ বছর আসামী সুজন পলাতক ছিল। গত ১১ ডিসেম্বর২০১৪ তারিখ রাত্রে রাজিউর রহমান খান @ রিয়ান (১৫) নামের এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রাজিউর রহমান রূপনগর মডেল স্কুল থেকে জেএসসি ২০১৪ সালে পরীক্ষা দিয়েছিল।
জ্যেষ্ঠ ও কনিষ্ঠ দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটে। রাজিউর ছিল কনিষ্ঠ পক্ষ্যে আর হামলাকারীরা ছিল জ্যেষ্ঠ পক্ষ। উভয় পক্ষের মধ্যে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটে। গত ১১ ডিসেম্বর২০১৪ তারিখ সন্ধ্যার পরে রাজিউর তার বন্ধুদের নিয়ে আরিফাবাদ ক্যাডেট মাদ্রাসার সামনে ব্যাডমিন্টন খেলতে ছিল। তখন সাগর ও রাজনের সাথে রাজিউরের কথা কাটাকাটি হলে সাগর, রাজন, সুজন, হৃদয় সহ আরো অজ্ঞাতনামা আসামীরা তাদেরকে মারধর করে। এ সময় রাজিউর পেটে ও বুকের বাম পাশে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়। রাজিউরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।