গ্লোবাল সেন্টার অন এডাপটেশন (জিসিএ) ঢাকার আঞ্চলিক পরিচালক হিসেবে অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজীকে যৌথভাবে নিয়োগ দিয়েছে জিসিএ এবং বাংলাদেশ সরকার। তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জারীকৃত এক পত্রের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়। শর্তানুযায়ী নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়মিত আঞ্চলিক পরিচালক নিয়োগ অথবা তার মূল পদ থেকে বদলির পূর্ব পর্যন্ত তিনি জিসিএ’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করবেন।
তিনি একই সাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং জিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট দায়বদ্ধ থাকবেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ সেপ্টেম্বর, ২০২০ গ্লোবাল সেন্টার অন এডাপটেশান এর দক্ষিণ-পূর্ব এশিয়ার ঢাকাস্থ আঞ্চলিক অফিস উদ্বোধন করেন।