ডিএমপি নিউজঃ রাজধানীর দয়াগঞ্জে ছিনতাই করার সময় মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে শিশু নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম, মোঃ রাজীব। তার বয়স ২০ বছর। সে শরীয়তপুরের ডামুড্যা থানার ধুপখোলা ফকির বাড়ি গ্রামের ভাঙ্গারী কালামের পুত্র। বর্তমানে তার বাসা গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর রেলওয়ে বস্তি এলাকায়।
শনিবার, ২৩ ডিসেম্বর’১৭ দিবাগত রাত একটার দিকে দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার, ১৮ ডিসেম্বর’১৭ ভোরে রাজধানীর দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমা নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তার কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত রাস্তায় পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির পিতা মো: শাহ আলম।