ডিএমপি নিউজ: রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় সংঘটিত লামিয়া হত্যা মামলার অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ রিয়াজ (২৪)।
ডিবি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০১৯ সোমবার ঈদের দিন রাত অনুমান ৯.৩০ টায় রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় লামিয়া হত্যাকান্ডটি সংঘটিত হয়। এ সংক্রান্তে লামিয়ার মা হালিমা বেগম ১৪ আগস্ট ২০১৯ চক বাজার থানায় অভিযোগ করলে হত্যা মামলা রুজু হয়।
এর প্রেক্ষিতে ৩০ আগস্ট ২০১৯ ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের লালবাগ জোনাল টিম ভোলা জেলার সদর থানাধীন দক্ষিণ দিঘলদী গ্রাম থেকে অভিযুক্ত রিয়াজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রিয়াজকে ৩১ আগস্ট ২০১৯ আদালতে প্রেরণ করা হলে হত্যাকান্ডের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।