ডিএমপি নিউজ: পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে চকবাজারের ৮টি ফ্যাক্টরীকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ভ্রাম্যমান আদালত।
১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার বেলা ১২ টা থেকে চৌদ্দটা পর্যন্ত ওই পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও চকবাজার থানা পুলিশ।
চকবাজারের সোয়ারী ঘাটে অবস্থিত ওই ৮ ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে ১১ লক্ষ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
এ সময় ২টি মিনি ট্রাক পরিমান পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।