ডিএমপি নিউজঃ রাজধানীর চকবাজার এলাকা হতে অজ্ঞান বা মলমপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাদিম (৩২), মোঃ আশরাফ আলী (৩০) ও মোঃ বাপ্পি (৩৫)।
এসময় তাদের নিকট হতে ২টি মুভ স্প্রে, ১টি ঝান্ডু বাম, ২টি নিক্স, ২টি গুলের কৌটা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
চকবাজার থানা পুলিশ সূত্রে জানানো হয়, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার বেলা ১৫.২০ টায় চকবাজার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মলমপার্টি বা অজ্ঞান পার্টির ওই ৩ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা চকবাজার এলাকাসহ নগরীর ব্যাংক পাড়া, বাস বা লঞ্চ টার্মিনাল এলাকায় কৌশলে সাধারণ মানুষের চোখে অজ্ঞান করার ঔষধ লাগিয়ে টাকা, মোটর সাইকেল, মোবাইল বা মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ে।
এ সংক্রান্তে চকবাজার থানায় একটি মামলা হয়েছে।