রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপালে মারা গেছেন।
নিহত মো. মাসুম (৩৭) এর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার ভোরে নিবিড় পরিচর্যা ইউনিটতে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান মাসুম।
আগুনে দগ্ধ দোকান মালিকসহ আরও চারজন ভর্তি রয়েছেন। তারা হলেন, দোকান মালিক মামুনুর রশিদ (৪০), দোকান কর্মচারী শামীম হোসেন (৩৪), জাকির হোসেন (২৪) ও খরিদ্দার আবুল কাশেম (৬৫)।
চকবাজারের ব্যবসায়ী নিহত মাসুম দোকান মালিক মামুনের বন্ধু ছিলেন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, মামুনের শরীরের ১৮ শতাংশ, শামীমের ২৮ শতাংশ, জাকির হোসেনের ২৫ শতাংশ ও কাশেমের ১৬ শতাংশ পুড়ে যায়।
গত রোববার বেলা সোয়া ১২টার দিকে লালবাগের রয়েল হোটেলের বিপরীত দিকে তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানে বিকট শব্দে আগুন লাগলে ওই সময় দোকানে থাকা পাঁচজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনো বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা।