ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানা গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মোঃ শহীদুল ওরফে লাকী(৪৯)।
ডিএমপির চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার ডিএমপি নিউজকে বলেন, ২৪ জানুয়ারি ২০২০ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সকাল ০৯:২০ টায় আলীরঘাটের বেরীবাঁধের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শহীদুলকে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চকবাজার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কৃষ্ণপদ মজুমদার ডিএমপি নিউজকে বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছালে শহীদুল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়িয়ে পালানোর চেষ্টা করে তখন তাকে গ্রেফতার করা হয়। তার নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে দেখা যায় তার পরিমাণ তিন কেজি।
তার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে জানান এসআই কৃষ্ণ পদ মজুমদার।