রাজধানীর চকবাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানার লালবাগ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-১।মোঃ মুসা (২১), ২। মোঃ মিজান (২১) ও ৩।মোঃ শান্ত (১৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ভোর সাড়ে চার ঘটিকায় চকবাজারের ইসলামবাগ বৈশাখী গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালে লালবাগ পুলিশ ফাঁড়ির টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ইসলামবাগ বৈশাখী গলির চৌরাস্তার মোড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম ছিনতাইকারীদের গ্রেফতারে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর জন্য দৌড় শুরু করে ছিনতাইকারী চক্রটি। পুলিশও ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে পুলিশ ছিনতাইকারী মুসা, মিজান ও শান্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে মুসার কাছ থেকে একটি ধারালো চাকু ও মিজানের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্র। তারা দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।