ডিএমপি নিউজ: রাজধানীর চকবাজার থানা এলাকায় পৃথক তিনটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পলিথিন উদ্ধারসহ কারখানার মালিকদের পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।
আজ (০৫ জানুয়ারি, ২০২০) বৃহস্পতিবার দুপুর ০১.০০ টা থেকে বিকাল ০৫.০০ টা পর্যন্ত চকবাজার থানার তিনটি পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ।
অভিযানকালে ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদনের জন্য তিনটি কারখানার মালিকদের মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় তিনটি কারখানা থেকে তিন মিনি ট্রাক পরিমান পলিথিন জব্দ করা হয়।