ডিএমপি নিউজঃ রাজধানীর চকবাজার এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নাম, আবির ও আলামিন। ছিনতাইকরার সময় চকবাজার থানা পুলিশের হাতে তারা গ্রেফতার হয়।
রবিবার (২৮ জানুয়ারি), বেলা তখন পৌনে এগারোটা। চকবাজারের পশ্চিম ইসলাম ক্লাব ঘাট এলাকা দিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন ভিকটিম মোঃ আয়নাল। কোন কিছু বুঝে উঠার আগেই হঠাৎ তার গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। তাকে ভয় দেখিয়ে তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এমন সময় সে জোরে চিৎকার দেয়। সে সময় ঐ এলাকার আশেপাশে টহলরত অবস্থায় ছিল চকবাজার থানার একটি টহল পুলিশের দল। তারা ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা রুজু হয়েছে।