ডিএমপি নিউজঃ রাজধানীর চকবাজার এলাকা থেকে ৪০ ক্যান বিয়ারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ মনোয়ার হোসেন ওরফে অপূর্ব।
সোমবার (১৩ জুন ২০২২) রাত ৯:১০ টায় চকবাজারের সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম ডিএমপি নিউজকে জানান, চকবাজার থানার সোয়ারীঘাট মাছের আড়তের সামনে এক ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য বিয়ার বিক্রির করছে মর্মে গোপন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালায় থানা পুলিশের একটি টিম । পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বিয়ারসহ অপূর্বকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।