ডিএমপি নিউজ: রাজধানীর চকবাজার ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও ওরস্যালাইন তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মিষ্টার আলী, মোঃ লাব্বী হাসান বিজয়, মোঃ সিদ্দিক খান, মোঃ ছায়েম ভূঁইয়া ও মোঃ ইয়ানুল সর্দার। এসময় তাদের হেফাজত থেকে ৫,০০০ প্যাকেট ভেজাল ওরস্যালাইন-এন, ৫০ কেজি ডেক্সট্রোজ অ্যানহাইড্রোজ, প্যাকেট লবণ ১০ কেজি ও ৭২০ কেজি এসএমসি ওরস্যালাইন-এন এর ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত রবিবার গোপন সূত্রে জানা যায়, চকবাজারের একটি ছয়তলা ভবনের ছাদে তিনটি রুমে ভাড়াটিয়ারা অবৈধ কারখানা খুলে নকল ওরস্যালাইন তৈরি করছে। এই তথ্য যাচাই করে ঐ দিনই ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নকল এসএমসির ওরস্যালাইনসহ মিষ্টার আলী, মোঃ লাব্বী হাসান বিজয় ও মোঃ সিদ্দিক খানকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, নকল ওরস্যালাইন তৈরি সরঞ্জামাদি নারায়নগঞ্জের সানারপার এলাকার বিডি প্লাস্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে সরবারাহ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সানারপার এলাকার অভিযান পরিচালনা করে নকল ওরস্যালাইন তৈরির সরঞ্জামাসহ মোঃ ছায়েম ভূঁইয়া ও মোঃ ইয়ানুল সর্দারকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে।