ডিএমপি নিউজ: চট্টগ্রামের রাউজান থানা এলাকা হতে বিপুল পরিমান অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-আলমগীর ওরফে আলম ডাকাত(৪১)।
১৯ নভেম্বর, ২০১৯ দিবাগত রাত ০২:৪৫ টায় রাউজান থানাধীন পূর্ব রাউজান রাবার বাগান ঘোড়া সামছু টিলা এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ ঐ টিলা হতে ১০টি শর্টগান সদৃশ বন্দুক, ০১টি গ্যাস গান সদৃশ অস্ত্র, ৬টি দেশে তৈরি পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, একনলা বন্দুকের ৩টি অংশ, ২৭ টি কাঠের বাট , ১টি ছোট লেদ মেশিন, ১টি তেলের পাম্প বক্স, ০১টি লোহা কাটার বড় কাঁচি, ১টি চিমটি, ১টি লোহার ছোট কাঁচি, ০১টি পাইপের প্যাচ কাটার মেশিন, ১টি প্লাস্টিকের তেলের বোতল, ০২টি হ্যান্ড ড্রিল মেশিন, ৩টি ড্রিল করার কাঠি, কিছু কয়লা, ১টি কয়লায় আগুন ধরানোর মেশিন, ১টি ছোরা, ১টি দা’সহ অস্ত্র তৈরীর আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত আলমগীর ওরফে আলম ডাকাত রাউজান থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে রাউজান, পাঁচলাইশ ও চাঁন্দগাও থানায় খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ সর্বমোট ১৭টি মামলা রয়েছে।