ডিএমপি নিউজ: চট্টগ্রামে ইয়াবা ও ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ তুষার আহম্মেদ(২৪) ও মোঃ জসীম উদ্দিন (২০)।
এ সময় তাদের নিকট হতে ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ডিবি সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ২০১৮ বিকাল ০৪.২৫টায় আকবরশাহ থানাধীন আকবরশাহ তিনরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজু হয়েছে।