ডিএমপি নিউজ: চট্টগ্রামে ৬২টি মুঠোফোনসহ একজন পেশাদার চোরাই মুঠোফোন বিক্রেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ(সিএমপি)। গ্রেফতারকৃতের নাম- মোঃ আরমান (২৮)।
সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ডিএমপি নিউজকে জানান, ২১ ডিসেম্বর, ২০১৯ কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আরমান একজন পেশাদার চোরাই মোবাইল ফোন বিক্রেতা। সে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা এবং ঢাকাসহ দেশের অন্যান্য এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।