ডিএমপি নিউজ রিপোর্টঃ চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-আবুল কাশেম (৩৫), মোঃ আলাউদ্দিন (৪০), মোঃ কুদ্দুস (২৮), মোঃ জামাল (২৫), মোঃ লোকমান @ মনছুর (৩০) ও মোঃ হান্নান হোসেন @ হান্নান (২৭)। এ সময় তাদের হেফাজত থেকে ০৩টি ছুরি, ০১টি গ্রীল কার্টার ও ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়।
০৫ মার্চ’১৭ রোববার ভোর ০৪.৩০ টায় বন্দর থানার নিমতলা মোড়ের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।