শনিবার (১৩ অক্টোবর’১৮) গভীর রাতে চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নগরীর আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি থানার শান্তিরহাট গ্রামের নূর মোহম্মদের স্ত্রী নূর জাহান (৪০), তাদের মেয়ে ফজলুন্নেছা (৩) ও লক্ষ্মীপুর জেলার মনসা গ্রামের আবদুল হকের মেয়ে বিবি জোহরা (৬৫)।
শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হওয়ায় গভীর রাতে আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে মা ও মেয়েসহ তিনজন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ভোর ৩.৩০টা নাগাদ মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোর ৫.০০টার দিকে বিবি জোহরার মরদেহ উদ্ধার করা হয়।