ডিএমপি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- রূপন কান্তি ব্যানার্জি (৪৫), মোঃ সোহেল (২৪) ও মোঃ ফারুক (২১)। এ সময় তাদের কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট, ২০১৮ তারিখ বিকাল ০৫.৫০ টার দিকে সিএমপি’র কোতয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজারস্থ নয়ন মঞ্জিল পার্শ্বে ডাবের দোকানের সামনে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানকালে থানা পুলিশ ফেন্সিডিল ও টাকাসহ উল্লেখিত তিনজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা জেলা বর্ডার হতে ফেন্সিডিল সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে এনেছে।
এ সংক্রান্তে সিএমপি’র কোতয়ালী থানায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।