১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাক উদ্ধারসহ ০৩ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ স্বপন মিয়া (৩১), মোঃ আলী আকবর (৩৭) ও মোঃ মামুন (২৪) ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়-০৬ এপ্রিল ২০১৮ শুক্রবার ১৫.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এর ০১ নং গেইটের বিপরীতে কাজী মসজিদ এর সামনে রাস্তার উপর একটি মিনি ট্রাকে তল্লাশী করে ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জনকে গ্রেফতার এবং মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন-১৩-১৯১৭ টি জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মিনিট্রাকে করে সু-কৌশলে ইয়াবা (মাদকদ্রব্য) বহন করে ঢাকায় পাচার করে থাকে।
এই সংক্রান্তে পাহাড়তলী থানায় মামলা রুজু করা হয়েছে ।