চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইমাইল (২৫), আবদুল্লাহ আল মাহফুজ (৩০), আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), নাছির উদ্দিন চৌধুরী (২২), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মো. করিম (২৭), আবদুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিম উদ্দিন (৩১), আজিমুল হুদা (২৪), ফারহান বিন ফরিদ (২৩) ও মো. সম্রাট (২২)।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ(সিএমপি) এর অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ডিএমপি নিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯) হিযবুতের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। আবদুল্লাহ আল মাহফুজ (৩০) নোভারটিস ফার্মাসিউটিক্যালসের চট্টগ্রামের টেরিটরি ম্যানেজার।
অভিযানে ১৩ জনকে চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় বৈঠকরত অবস্থায় এবং ২ জনকে বায়েজিদ থানা এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৮২ হাজার টাকা, প্রচারপত্র, প্রেসরিলিজ, গঠনতন্ত্র, ট্রেনিং মেনুয়াল, হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশ এর গুরত্বপূর্নতথ্য সমৃদ্ধ ২ টি ল্যাপটপ, ইলেক্ট্রনিক্স ডিভাইস ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি শাহ আব্দুর রউফ।