মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সৃজনশীল ক্রিয়া কর্মভিত্তিক থেরাপি প্রদানে দক্ষ থিয়েটার প্যাথলজিস্ট ও থিয়েটার থেরাপিস্ট গড়ে তোলার প্রত্যয়ে ২০০৩ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে আয়োজিত হয়ে থাকে ‘জাতীয় প্রতিবিধানমূলক নাট্য কর্মশালা’। ৬৪ কলার সমন্বয়ে সৃষ্ট নাট্যবিজ্ঞানের প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে ১৯২১ সালে মনোবিশ্লেষক ড. জেকব লেভি মরিনো উদ্ভাকিত ‘থিয়েটার অব স্পন্টিনিউটি’ ধারণায় এই ধারার নাট্য ক্রিয়া সার্থক প্রয়োগ সূচিত হয়েছিল।
স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্শন ২০০৩ খৃস্টাব্দে বাংলাদেশে সর্বপ্রথম বিকল্পধারার থেরাপি প্রয়োগে দক্ষ জনবল গড়ে তোলার প্রত্যয়ে ন্যাশনাল থেরাপিউটিক থিয়েটার ওয়ার্কশপ এই বাৎসরিক কর্ম উদ্যোগ আরম্ভ করেছিল। বিগত ১৫ বছরে সংশ্লিষ্ট থেকে আন্তর্জাতিকভাবে আমন্ত্রিত প্রশিক্ষকগণ এই কর্মশালা পরিচালনা করে আসছেন।
বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট উদ্যোগে ও ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্শন এর সহযোগিতায় আগামী ১৪-১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ১৬তম জাতীয় প্রতিবিধানমূলক কর্মশালায় এ বছর লেবানন থেকে আমন্ত্রিত ক্লাউন থেরাপিস্ট জনি গারজেস কর্মশালা পরিচালনা করবেন।
কর্মশালায় যোগ দিতে আগ্রহী নাট্যকর্মী, উন্নয়নকর্মী, সাইকোথেরাপিস্ট, সাইকোসোশাল কাউন্সেলরগণকে নাম নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য কর্মশালা সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম (০১৯৭১-৮৪২৭৫৪৩) এর সাথে যোগাযোগ করার জন্য এক বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।বিবি/০১